ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারী দিবসে এফবিসিসিআইতে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
নারী দিবসে এফবিসিসিআইতে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে।

রোববার (০৮ মার্চ) এফবিসিসিআই সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।



এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী।

এসময় প্রথমবারের মতো নারী দিবস পালনের উদ্যোগ নেওয়ায় মনোয়ারা হাকিম আলীকে ধন্যবাদ জানান এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
 
তিনি বলেন, বাংলাদেশে এখন আর নারীরা অত্যাচারিত নয়। বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধী দলীয় নেতা, স্পিকার, সংসদ উপনেতা সবাই নারী। নারীদের সহায়তা করার অর্থ মানবতাকে সহায়তা করা। আমরা নারীদের জন্য ৭টি চেম্বার দিয়েছি। আগে কখনও যা ছিলো না।

সংগঠনের সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, নারীর ক্ষমতায়ন মানে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। নারীদের যে কাজ, তা নারীদেরই করতে হবে এবং পুরুষের কাজও পুরুষদের করতে হবে।

সভার শেষ পর‌্যায়ে রংপুর নারী চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌস পলি এফবিসিসিআই’র আগামী নির্বাচনে সভাপতি পদের জন্য মনোয়ারা হাকিম আলীর নাম প্রস্তাব করেন।

এ সময় এফবিসিসিআই’র পরিচালক আনোয়ার হোসেন, মো. আবু মোতালেব, মো. বজলুর রহমান, আব্দুর রাজ্জাক, এম এ মোমেনসহ নারী চেম্বারের প্রতিনিধিরা তার প্রস্তাবে সমর্থন দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি আমিনা রহমান, বরিশাল মহিলা চেম্বারের সভাপতি আনজুমান সালাউদ্দিন, পটেটু এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ড. ফেরদৌসী, বিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবতী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।