ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল হাউজিং-বিশ্বাস বিল্ডার্স সমঝোতা স্মারক সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
ন্যাশনাল হাউজিং-বিশ্বাস বিল্ডার্স সমঝোতা স্মারক সই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের(এনএইচএফআইএল) সঙ্গে সম্প্রতি আবাসন প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সের সমঝোতা স্মারক সই হয়েছে।

এ সমঝোতা স্মারকের আওতায় বিশ্বাস বিল্ডার্সের আগ্রহী গ্রাহকরা ন্যাশনাল হাউজিং থেকে মোট টাকার ৭০% পর্যন্ত ঋণ পাবেন।



রাজধানীর বীরউত্তম সিআর দত্ত সড়কের বিশ্বাস বিল্ডার্সের করপোরেট অফিসে হওয়া এ সমঝোতা স্মারকে ন্যাশনাল হাউজিংয়ের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান এবং বিশ্বাস বিল্ড‍ার্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সই করেন।

এসময় অন্যদের মধ্যে ন্যাশনাল হাউজিংয়ের হেড অব মার্কেটিং মো. আব্দুল বাতেন, হেড অব অপারেশন মাহবুবুর রশীদ আলআমীন, বিশ্বাস বিল্ডার্সের নির্বাহী পরিচালক নিখিল রঞ্জন মণ্ডল, নির্বাহী পরিচালক(মার্কেটিং অ্যান্ড সেলস) মো. দেলাওয়ার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্ত‍ারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।