ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিক-ড্যাফোডিল ইউনিভার্সিটি চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
বিসিক-ড্যাফোডিল ইউনিভার্সিটি চুক্তি ছবি: নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) প্রশিক্ষণ কেন্দ্রে কারিগরি ও একাডেমিক সহায়তা দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোমবার (০৯ মার্চ) এ সর্ম্পকিত একটি চুক্তিতে স্বাক্ষর করেন বিসিকের চেয়ারম্যান আহমেদ হোসেন খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এম লুৎফর রহমান।



এ উপলক্ষে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বর্তমান মুক্তবাজার অর্থনীতির এ পৃথিবীতে এক দেশের বাজার অন্য দেশ দখল করছে। শ্রম ও উদ্ভাবন শক্তি দিয়ে এই বিশ্ববাজারের দখল নিতে হবে বাংলাদেশকে।

বিশ্ববাজার দখল করতে টেকসই শিল্পোন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন মন্ত্রী।
 
এই চুক্তির ফলে, বিসিকের নির্ধারিত টাঙ্গাইল, সিলেট, রাজশাহী, যশোর এবং বরিশাল কেন্দ্রের উন্নয়ন, সংস্কার, দক্ষতা, মানবসম্পদ উন্নয়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারিগরি ও একাডেমিক সহায়তা দেবে।

আহমেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।