ঢাকা: সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিনিয়োগ ও সড়ক অবকাঠামো উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে কানাডা।
সোমবার (০৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রণালয়ের সভাকক্ষে বেনওয়া পিয়ের লাঘামের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নাধীন এবং গৃহীত প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় মন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সড়ক অবকাঠামো উন্নয়নে প্রস্তাবিত এক বা একাধিক প্রকল্পে কানাডা সরকারের অর্থায়নের প্রস্তাব করেন।
এর প্রেক্ষিতে হাইকমিশনার জানান, কানাডা সরকার পিপিপি ভিত্তিক বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কানাডা সরকারের আগ্রহের কথাও জানান তিনি।
ওবায়দুল কাদের দুদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানান বেনওয়া পিয়ের লাঘামেকে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫