ঢাকা: জীবন বিমা কোম্পানির বার্ষিক প্রতিবেদন তৈরিতে হিসাব মান ও বিমা আইন পরিপালন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএ’র আয়োজনে কর্মশালায় ৩০টি জীবন বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আইসিএবি’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সোমবার (০৯ মার্চ) আইডিআরএ’র কার্যালয়ে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবন বীমা করপোরেশন এবং ৩০টি জীবন বিমা কোম্পানির বার্ষিক প্রতিবেদন তৈরিতে হিসাব মান, বিমা আইন ও আইডিআরএ’র নির্দেশনা পরিপালন নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় আইডিআরএ’র পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এম শেফাক আহমেদ, সদস্য মো. কুদ্দুস খান, জুবের আহমেদ খাঁন, সুলতান-উল-আবেদীন মোল্লা ও মো. মুরশিদ আলম।
সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ড. সোহরাব হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিতি ছিলেন-আইসিএবি’র প্রেসিডেন্ট মসিহ মালিক চৌধুরী (এফসিএ), ভাইস প্রেসিডেন্ট কামরুল আবেদীন (এফসিএ), বোর্ড ডিরেক্টর মো. আব্দুস সালাম (এফসিএ), কাউন্সিল সদস্য মোহাম্মদ ফারুক, সদস্য রেদওয়ানুর রহমান (এফসিএ), সদস্য মোফাজ্জল হোসেন (এফসিএ) এবং ডেপুটি ডিরেক্টর ফারহানা সুলতানা।
কর্মশালায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সঞ্চালক সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ড. সোহরাব হোসেন।
এসময় তিনি বিমা আইন-২০১০ পরিপালন, হিসাব বিবরণী দাখিল পদ্ধতি, একচ্যুয়ারিয়াল প্রতিবেদন, সলভেন্সি মার্জিন, হিসাব নিরীক্ষার বিষয়ে দিক নির্দেশনা দেন।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫