ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নয়নে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
উন্নয়নে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের হুগো সয়্যার ও ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য অব্যাহতভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী হুগো সয়্যার।

দু’দেশের সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির আশাবাদও ব্যক্ত করেন তিনি।



সোমবার (০৯ মার্চ) লন্ডনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রী এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্পিকার এসময় দু’দেশের গণতান্ত্রিক উন্নয়নে সিপিএ ও কমনওয়েলথ’র সমন্বিত ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।