ঢাকা: বাংলাদেশ দলের জয় হয়-হয় অবস্থা। টান টান উত্তেজনা খেলায় তখন।
এমন সময় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের বৈঠক। বিভিন্ন ইস্যুতে ছোট্ট এই বৈঠক খেলার উত্তেজনা আর নানা প্রাসঙ্গিক আলোচনায় গড়ালো পাক্কা ‘দেড় ঘণ্টায়’।
বড় জোর আধা ঘণ্টার এ বৈঠক দেড় ঘণ্টায় গড়িয়েছে খেলা দেখতে ও খেলা নিয়ে আলোচনায়। তবে শেষ পর্যন্ত জিতেছে বাংলাদেশ। আর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী।
সোমবার (০৯ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয়ে ক্রিকেট দলের ম্যানেজার, কোচ, অধিনায়ক, সব ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের এ অভিনন্দন জানান মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলে ইংল্যান্ডের এক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় তার প্রতিক্রিয়াও জানতে চান অর্থমন্ত্রী। সেই জানার সুবাদে মন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনিও এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। তবে ইংল্যান্ড যেভাবে হেরেছে, তাতে মনে হয় না ওই ব্যক্তি ক্রিকেটের তেমন ফ্যান।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫