ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় ব্যাংক ও ফিনান্সিয়াল ফেয়ার বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সেবা বিষয়ক ‘ব্যাংক এবং ফিনান্সিয়াল ফেয়ার ২০১০’ আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ।

রাজধানীর শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে তিন দিনের এ মেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত।



সোমবার শেরাটন হোটেলে এক কসফারেন্স রুমে হোটেলের জেনারেল ম্যানেজার আহম্মদ বোকারি হামজা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ মেলার উদ্বোধন করবেন।

ক্রেতারা বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কীভাবে, কী সেবা পেতে পারে তা জানাতে এ মেলার আয়োজন।

মেলায় ২৬টি প্রতিষ্ঠানের ৩২টি স্টল ও ৯টি প্যাভিলিয়ন থাকবে। কোনো প্রবেশ মূল্য ছাড়াই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মোক্ত থাকবে।

মেলার সার্বিক সহযোগিতা করছে শেরাটন হোটেল।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।