ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিডিবিএল’র নতুন চেয়ারম্যানকে ডিএসই’র সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
সিডিবিএল’র নতুন চেয়ারম্যানকে ডিএসই’র সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নবনিযুক্ত চেয়ারম্যান শেখ কবির হোসেনকে বুধবার (১১ মার্চ) সংবর্ধনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পর্ষদ।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএসই’র পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসই’র চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, সিডিবিএল দেশের পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিডিবিএল পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির সিকিউরিটিজ ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ করে ও স্টক এক্সচেঞ্জের লেনদেন নিষ্পত্তি করে থাকে।
 
তিনি বলেন, পুঁজিবাজারের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি সিডিবিএলের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সিডিবিএলের চেয়ারম্যানের গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন, বিভিন্ন ব্রোকারেজ ফি ও চার্জ বাস্তবতার নিরিখে সমন্বয়ের মাধ্যমে সেবাদানের পেশাদারিত্বের আরও উন্নয়ন ঘটবে বলে আশা করি।
 
নবনিযুক্ত চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, বিএসইসি, সিডিবিএল, ডিএসই ও সিএসই একে অন্যের সঙ্গে সম্পৃক্ত। এখানে পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সব পক্ষের সুযোগ-সুবিধা দেখা সবার দায়িত্ব। দেশের পুঁজিবাজারের প্রতি জনগণের যে আস্থা রয়েছে, তা যাতে ব্যহত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

বিশেষ করে পুঁজিবাজার বর্তমানে যে অবস্থায় রয়েছে, সেটাকে আরও গতিময় ও আধুনিক করা অত্যন্ত দরকার। সিডিবিএল-কে এখন চিন্তা করতে হবে, গোটা বিশ্বে যেভাবে আধুনিকায়ন হচ্ছে সেভাবে সিডিবিএল-কেও এগিয়ে নিতে হবে। যাতে বিএসইসি, ডিএসই ও সিএসই’র সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।
 
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক মনোয়ারা হাকিম আলী, মো. রুহুল আমিন, অধ্যাপক ড. আবুল হাসেম, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. এম. কায়কোবাদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, পিএসসি, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসুল, শরীফ আনোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।