ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুয়েতে বাংলাদেশি মেলা ২৩ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
কুয়েতে বাংলাদেশি মেলা ২৩ এপ্রিল ছবি : কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৩ এপ্রিল কুয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-কুয়েত ট্রেড ফেয়ার। তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে কুয়েতের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার গ্রাউন্ডে।

 

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল আবদুল মতিন ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি জানান, মেলায় বাংলাদেশের ১০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া অংশ নেবে ‍জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান, ওষুধ শিল্প, সিরামিক, পাটজাত পণ্য ও হ্যান্ডি ক্র্যাফটস, ব্যাংক-বিমা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান, ফুড প্রডাক্টস, গার্মেন্টস শিল্প, সবজি, চামড়াজাত শিল্প, রিয়েল এস্টেট, পর্যটন শিল্প প্রতিষ্ঠানও।

আবদুল মতিন ভূঁইয়া বলেন, ২০১২ সালে যখন প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছিল তখন কুয়েতে বাংলাদেশের রপ্তানি ছিল ১৫ মিলিয়ন মার্কিন ডলার। আর আমদানি ছিল এক বিলিয়ন ডলারের বেশি।

‘কুয়েক থেকে জ্বালানি তেল ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আমদানি করা হয়। বর্তমানে কুয়েতে বাংলাদেশের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ মিলিয়ন ডলারের বেশি,’—যোগ করেন তিনি। ‍

সংশ্লিষ্টরা জানান, মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া মেলায় কুয়েতের বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীও উপস্থিত থাকবেন।
 
কুয়েত-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট হাবিবুর রহমান বলেন, বিগত মেলার মাধ্যমে কুয়েতে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছিলাম। আশা করছি এবারও দুই দেশের বাণিজ্য অনেক বেশি সম্প্রসারিত হবে।

হরতালের কারণে মেলার আয়োজন একবার পেছাতে হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যাতে হরতাল-অবরোধে মেলা বাধাগ্রস্থ না হয় সে জন্য হরতাল আহ্বানকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহের হোসেন, কুয়েত-বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহমান, মো. মহসীন, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলার শেষ দিনে গালা নাইট অনুষ্ঠিত হবে বলেও জিানান সংশ্লিষ্টরা।
         
বর্তমানে সাড়ে তিন লাখ বাংলাদেশি কুয়েতে অবস্থান করছেন। কাজের পাশাপাশি কুয়েত বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীও রয়েছেন। যারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঊর্ধ্বমুখী রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
 
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।