ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাইসেল মোবাইল ফোন- স্বপ্ন সমঝোতা চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
মাইসেল মোবাইল ফোন- স্বপ্ন সমঝোতা চুক্তি সই

ঢাকা: দেশীয় মোবাইল ফোন কোম্পানি মাইসেল এবং এসিআই লজিস্টিকস লিমিটেড(স্বপ্ন) এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

গত মঙ্গলবার(১০ই মার্চ ২০১৫) রাজধানীর একটি রেস্টুরেন্ট এ চুক্তি সই হয়।

মাইসেল মোবাইল ফোনের পরিচালক মোঃ নাহিদুল ইসলাম এবং এসি আই লজিস্টিকস লিমিটেডের হেড অফ বিজনেস ডেভলপমেন্টস সোহেল তানভীর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।

অনুষ্ঠানে মাইসেল মোবাইল ফোনের জেনারেল ম্যানেজার মুহাম্মদ মাহবুবুর রহমান মিয়া, হেড অফ একাউন্টস মোঃ নুর ই আলম এবং স্বপ্নের এ জি এম কে এম সামসুজ্জামান, সহকারী ব্যবস্থাপক ফাতহুল কবির অমিয়সহ উভয় পক্ষের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে মোবাইল ফোন ক্রেতা সাধারণ স্বপ্নের প্রতিটি আউটলেট থেকে নির্ধারিত মূল্যে মাইসেল মোবাইল ফোন সেট ও ট্যাবলেট ক্রয় করতে পরবেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।