ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে পোশাক শ্রমিকদের থানায় অবস্থান, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
গাজীপুরে পোশাক শ্রমিকদের থানায় অবস্থান, বিক্ষোভ

গাজীপুর: গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরের মাওনায় দু’টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

রোববার ( ১৫ মার্চ) সকালে শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই টঙ্গীর বিসিক শিল্প এলাকার সরদার অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন। বেলা ১২টায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা ওই কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কয়েকশ’ শ্রমিক থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

পুলিশ ও শ্রমিকরা জানায়, শ্রমিকদের ৪ মাসের পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করে সরদার অ্যাপারেলস কর্তৃপক্ষ। রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে কারখানার ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এতে উত্তেজিত হয়ে ৩-৪শ’ শ্রমিক টঙ্গী থানা কমপ্লেক্সে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।  

মালিকপক্ষের সঙ্গে কথা বলে পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে, টঙ্গী থানার ওসির এমন আশ্বাস পেয়ে শ্রমিকরা ফিরে যান।

এদিকে, শ্রীপুরের মাওনায় এসকিউ অ্যাপারেলস নামের অপর একটি পোষাক কারখানার জেনারেল ম্যানেজারের অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।