ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রকল্প বাস্তবায়নে বিলম্ব কমাতে এডিবির তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
প্রকল্প বাস্তবায়নে বিলম্ব কমাতে এডিবির তাগিদ

ঢাকা: প্রকল্প দ্রুত সময়ে বাস্তবায়ন ও বিলম্ব কমাতে বাংলাদেশকে তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি)।

বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগীর সঙ্গে যৌথভাবে প্রকল্প পর্যালোচনা সভায় এ তাগিদ দেওয়া হয়।

যথাসময়ে প্রকল্পের কাজ যাতে শেষ হয় ও প্রকল্পে বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যবহার করা হয়, এ বিষয়েও বাংলাদেশের দৃষ্টি আর্কষণ করেছে এডিবি।

রোববার (১৫ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি-২ সম্মেলন কক্ষে এডিবি’র পক্ষ থেকে বাংলাদেশকে এ তাগিদ দেওয়া হয়।

সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব (ইআরডি) মোহাম্মদ মেজবাহউদ্দিন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)  কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, এডিবি’র অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় হিগুচি বলেন, প্রকল্প পর্যালোচনায় দেখা গেছে, নানা কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হচ্ছে। এটা কমাতে সরসরি কর্মপরিকল্পনা হাতে নিতে হবে। প্রকল্প শুরু করতে যে বিলম্ব, তা কমাতে হবে।

হিগুচি আরও বলেন, প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ দ্রুত সময়ে অবমুক্ত করতে হবে। প্রকল্পের জন্য সঠিক সময়ে জমি অধিগ্রহণসহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে। প্রকল্প যেভাবে প্রণয়ন করা হয়েছে, যেন সেইভাবেই বাস্তবায়িত হয়।

বাংলাদেশের দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগতভাবে টেকসই ও আঞ্চলিক সংযুক্তির মাধ্যমে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বৈষম্য কমাতে সহযোগিতা করে এডিবি। ২০১৪-১৫ অর্থবছরে এডিবি এক হাজার ২শ’ ৮৭টি প্রকল্পের মধ্যে ৫৮টি প্রকল্পে পাঁচ দশমিক ২৬ বিলিয়ন ঋণ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।