ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঘুরে দাঁড়াচ্ছে পোশাক খাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
ঘুরে দাঁড়াচ্ছে পোশাক খাত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তাজরিন গার্মেন্টস ও রানা প্লাজার মতো দুর্ঘটনাতেও বড় ধরণের হোঁচট না খেয়ে বাংলাদেশের পোশাক খাত ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রোমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডের (পিএসইএস) সমন্বয়ক ম্যাগনোস স্মিড।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরে পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে ‘অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণের পথ সুগমকরণ’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।



পিএসইএস বাংলাদেশ ‌ও জার্মান সরকারের একটি যৌথ প্রকল্প।

ম্যাগনোস স্মিড বলেন, তাজরিন গার্মেন্টস এবং রানা প্লাজায় দুর্ঘটনার পর কিছু খারাপ সময় কেটেছে। তবে সরকারি-বেসরকারি সাহায্যে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে এ খাত। দুর্ঘটনায় ক্ষতি কাটিয়ে উঠছে আহত শ্রমিকেরা।

স্মিড বলেন, গত তিন সপ্তাহ ধরে জার্মানির গণমাধ্যমগুলোতে বাংলাদেশের পোশাক খাত নিয়েও লিড নিউজ হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ঘুড়ে দাঁড়াচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি, বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের ঐকান্তিক চেষ্টায় ঘুড়ে দাঁড়াচ্ছে এখানকার তৈরি পোশাক খাত।

অনুষ্ঠানে আরো ছিলেন সিআরপি'র প্রতিষ্ঠাতা ড. ভ্যালরি টেইলর, নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান, বিজিএমইএ'র সহ সভাপতি এএইচএম নোমান খান, অতিরিক্ত সচিব এবিএম খোরশেদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।