ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় গ্লোবাল কটন সামিট শুরু শুক্রবার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ঢাকায় গ্লোবাল কটন সামিট শুরু শুক্রবার

ঢাকা: তুলার বাজার সম্পর্কে বস্ত্রখাতের উদ্যোক্তাদের ধারণা দিতে ঢাকায় শুক্রবার(২০ মার্চ’২০১৫) শুরু হচ্ছে ২ দিনব্যাপী গ্লোবাল কটন সামিট বাংলাদেশ-২০১৫।

হোটেল রেডিসনে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এ সামিটের উদ্বোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিক।



এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের(বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বিটিমএ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

এসময় জানানো হয়, বাংলাদেশের স্পিনিং উপখাত ও তুলা ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ সামিটে অংশগ্রহণ করবেন। এছাড়া বিসিএর সদস্য, বিদেশি ট্রেডার, শিপার ও মার্চেন্টসহ মোট ২০ দেশের ২৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।