ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গভর্নর বললেন

‘ব্যাংকের প্রতি শাখা থেকে নারীকে এসএমই ঋণ দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
‘ব্যাংকের প্রতি শাখা থেকে নারীকে এসএমই ঋণ দিতে হবে’ ড. আতিউর রহমান

ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে আয়োজিত এসএমই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ নির্দেশ দেন।



গভর্নর বলেন, প্রত্যেক ব্যাংকের প্রত্যেক শাখাকে একজন করে নারী উদ্যোক্তাকে অবশ্যই এসএমই ঋণ দিতে হবে। এ নির্দেশনা না মানলে ব্যাংকগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

সম্মেলনে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যাবস্থাপক ও সহকারী মুখপাত্র এএসএম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।