ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না’গঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা, চলচ্চিত্র উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
না’গঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা, চলচ্চিত্র উৎসব শুরু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৭ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বই মেলা চলচিত্র উৎসব শুরু হয়েছে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের(গভর্মেন্ট গার্লস স্কুল) মাঠে ওই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।



সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সিদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, সদর উপজেলার নির্বাহী কর্মকতা(ইউএনও) মো. গাউছুল আজম, বিকেএমইএ এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খাঁন কাজল প্রমুখ।

প্রধান অতিথি সিনিয়র সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, এক সাথে ৪টি মেলার উদ্বোধন এ যেন প্রাণের অসাধারণ উত্তাল। এ মেলায় সৃজনশীল ও মৌন উৎসবের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ স্বাধীন হওয়ার পর তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

শুরুতেই শুক্রবার সকালে বন্দরে লাঙ্গলবন্ধে স্নান উৎসবে ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়। মেলায় এরইমধ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অধিদপ্তর, স্কুল ও কবি পরিষদ, কবিতা পরিষদ এবং বাংলা একাডেমিসহ নারায়ণগঞ্জের বিভিন্ন লাইবেরি অংশগ্রহণ করেছে।

মেলায় স্টল সংখ্যা ১২০টি। এর মধ্যে খাবারের স্টল রয়েছে ৪টি। ১ এপ্রিল পর্যন্ত ৫দিনব্যাপী ডিজিটাল মেলা চলবে। ৩ এপ্রিল পর্যন্ত চলবে বই বিজ্ঞান-চলচ্চিত্র মেলা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।