ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইস্টার্ন ব্যাংকের ২৩তম এজিএম, ২০% লভ্যাংশ ঘোষণা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ইস্টার্ন ব্যাংকের ২৩তম এজিএম, ২০% লভ্যাংশ ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)মঙ্গলবার(৩১ মার্চ’২০১৫)অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর পান্থপথে অবস্থিত ইউনিক ট্রেড সেন্টারের কনভেনশন হলে আয়োজিত এ সভায় ৩১ ডিসেম্বর, ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারধারীদের ২০% হারে নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।



বিপুলসংখ্যক শেয়ারধারীদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম গাজিউল হক।

অন্যান্যের মধ্যে ইবিএল পরিচালক মীর নাসির হোসেন, মো. শওকত আলী চৌধুরী, আনিস আহমেদ, মিয়া মোহাম্মদ আব্দুর রহীম, মোফাকখারুল ইসলাম খসরু, ওরমান রাফে নিজাম, গাজী মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং কোম্পানি সেক্রেটারি সাফিয়ার রহমান উপস্থিত ছিলেন।

ইবিএল চেয়ারম্যান এম গাজিউল হক সভায় পরিচালকদের প্রতিবেদন ও ২০১৪ সালের আর্থিক প্রতিবেদন পেশ করেন।

এসময় জানানো হয়, বিগত বছরে দেশের আর্থিক খাতে বিরাজমান অস্থিরতা সত্ত্বেও ইবিএল মুনাফার ধারা বজায় রাখতে সমর্থ হয়েছে। এ সময় ব্যাংকের ট্যাক্স পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ২,১০৬.৫১ মিলিয়ন টাকা, যদিও এ পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় ১৮% কম। ২০১৪ সালে আর্নিং পার শেয়ার(ইপিএস) ছিল ৩.৪৫ টাকা, ২০১৩ সালে যা ছিল ৪.২০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।