ঢাকা: সরকার মালিকানাধীন বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আলীকে বরখাস্ত করেছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বুধবার (০১ এপ্রিল) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে ব্যাংক কর্তৃপক্ষ।
মোহাম্মদ আলী ঢাকার শান্তিনগর শাখার ইনচার্জের দায়িত্ব পালনকালীন সময়ে ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। বিষয়টি ধরা পড়ায় পরিচালনা পর্যদ সভা ডেকে তাকে সাময়িক বরখাস্ত করেছিল।
পরবর্তীতে তদন্তে ব্যাপক অনিয়ম ও ঋণ জালিয়াতির প্রমাণ পাওয়ায় বুধবার তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫