ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিডল্যান্ড ব্যাংকের এসএমই প্রকল্প উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
মিডল্যান্ড ব্যাংকের এসএমই প্রকল্প উদ্বোধন

ঢাকা: নারী উদ্যোগ, কৃষি ও গ্রিন ব্যাংকিং নামে ৩টি ঋণ প্রকল্প চালু করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান প্রকল্পগুলো উদ্বোধন করেন।



এসময় গভর্নর বলেন, মিডল্যান্ড ব্যাংকের প্রকল্পগুলো একদিকে উৎপাদনমুখী, অন্যদিকে স্বাস্থ্যবান্ধব, অভাবনীয় ও যুগপোযোগী। আশা করি, অন্য ব্যাংকগুলোও এ ধরনের প্রকল্প বেশি করে চালু করবে।

মিডল্যান্ড ব্যাংকের পথ ধরে অন্য ব্যাংকগুলো কৃষি এসএমই ও সবুজ ব্যাংকিং প্রকল্প চালু করতে এগিয়ে আসবে বলে আশা করেন গভর্নর।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা ও মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান উজ জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রিন ও নারী উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ কোটি টাকা ঋণ দেওয়া হবে। কৃষি উদ্যোক্তাদের জন্য ২৫ লাখ টাকা দেওয়া হবে পাঁচ বছর মেয়াদী সুদ ১১ শতাংশ হারে।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।