ঢাকা: পুঁজিবাজারে নতুন তালিকাভুক্তির জন্য রাণী রি-রোলিং মিলস লিমিটেডের আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং রাণী রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান, কাজী তউহীদ উল আলম, মো. আবদুল জলিল, মো. ফজলুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাদিম এবং রাণী রি-রোলিং মিলস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ এস কে সাহু, হেড অব এইচ আর মাহমুদ আলম ও হেড অব একাউন্টস মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫