ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শাহজালালে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০
শাহজালালে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ’

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের লাউঞ্জ চালু করেছে সিটি ব্যাংক।

মঙ্গলবার বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ‘সিটি ব্যাংক আমিরিকান এক্সপ্রেস লাউঞ্জ’ নামে এ লাউঞ্জের উদ্বোধন করেন।



এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার,  হোটেল শেরাটনের মহাব্যবস্থাপক আহমেদ বুখারি হামজাহ, আমেরিকান এক্সপ্রেসের নির্বাহী সহ-সভাপতি ও হেড অব নিউ বিজনেস পার্টনারশিপ চেং হেং চিউ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শফিক আলম মেহেদী বলেন, ‘এ লাউঞ্জ শুধু আমেরিকান এক্সপ্রেস গোল্ডকার্ড মেম্বারদের জন্য এক অনন্য সুবিধা নয়, আমাদের ট্যুরিজম জগতেও এক অনন্য মাইলফলক। ’

এই লাউঞ্জের যাবতীয় সুবিধা সিটি ব্যাংক বাংলাদেশের আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ডের গ্রাহকরা বিনামূল্যে পাবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।