ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুনামগঞ্জে এয়ারটেলের থ্রিজি

তথ্য-প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
সুনামগঞ্জে এয়ারটেলের থ্রিজি

ঢাকা: এবার সুনামগঞ্জে থ্রিজি সেবা চালু করলো টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

শনিবার (০৪ এপ্রিল) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নিরলসভাবে দেশব্যাপী থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করে চলছে। সুনামগঞ্জে থ্রিজি সেবার উদ্বোধন দেশের সব এলাকায় এয়ারটেলের উচ্চমানের নেটওয়ার্ক বিস্তারের প্রতিশ্রুতির অংশ। ইতোমধ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরের পাশাপাশি দেশের অধিকাংশ স্থানে এয়ারটেল থ্রিজি সেবার আওতায় নিয়ে এসেছে।

এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রাজশাহী, কক্সবাজার, হবিগঞ্জ, বরিশাল, চাঁদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী। এবার সুনামগঞ্জও এই তালিকায় যুক্ত হলো।
এয়ারটেলের গ্রাহকরা *১২১*৭*৪# কিংবা ১২১২ নম্বরে ডায়াল করে অথবা www.bd.airtel.com/airtel  এ ভিজিট করে থ্রিজি আওতাধীন এলাকার তালিকা জানতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিলেট অঞ্চলের জোনাল বিজনেস ম্যানেজার এম খুরশেদ আলম, সিলেট অঞ্চলের জোনাল সেলস ম্যানেজার সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জ অঞ্চলের টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান সরকার ও যুবায়ের ইবনে নূর এবং সুনামগঞ্জে এয়ারটেলের ডিস্ট্রিবিউটর সোলায়মান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।