ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারত থেকে নিম্ন মানের চাল আমদানি বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
ভারত থেকে নিম্ন মানের চাল আমদানি বন্ধের দাবি ফাইল ফটো

ঢাকা: ভারত থেকে নিম্ন মানের চাল আমদানির চক্রান্ত বন্ধের দাবি জানিয়েছে জাতীয় কৃষক সমিতি।

শনিবার (০৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ দলের পক্ষ থেকে এ দাবি জানান।



বিজ্ঞপ্তিতে কৃষকের স্বার্থবিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, যখন বাংলাদেশ চাল রফতানি করার পর্যায়ে এসেছে, তখন জাতীয় স্বার্থ বিরোধী অসৎ ব্যবসায়ীদের একটি অংশ ভারত থেকে কম দামে নিম্ন মানের চাল আমদানী করে বাজারজাত করেছে।

এ ধরনের অশুভ তৎপরতা খাদ্য মন্ত্রণালয়ের অগোচরে ঘটেছে। জাতীয় কৃষক সমিতি অবিলম্বে ভারত থেকে নিম্ন মানের চাল আমদানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

একই সঙ্গে দেশের স্বার্থ বিরোধী অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সংগঠনের পক্ষ থেকে সরকার ও কৃষকদের প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।