ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২য় বারের মতো বিজিএমএ পর্ষদের মেয়াদ বাড়ল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
২য় বারের মতো বিজিএমএ পর্ষদের মেয়াদ বাড়ল

ঢাকা: বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ২য় বারের মতো আরও ৩ মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে নির্বাচন করার জন্য বিজিএমইএকে চিঠিও দেওয়া হয়েছে।



বিজিএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ বাড়িয়েছে।

চলতি বছরের ২৫ মার্চ দুই বছর মেয়াদি বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এরপর প্রথম দফায় ২৫ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় আরও ৩ মাস সময় বাড়াতে আবেদন করা হয় হয় বলে জানিয়েছে বিজিএমইএ সূত্র।

২০১৩ সালের ২৫ মার্চ দায়িত্ব নিয়েছিল সম্মিলিত প্যানেলের প্রার্থী আতিকুল ইসলামের নেতৃত্বে বর্তমান পরিচালনা পর্ষদ। নিয়ম অনুযায়ী, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৫ দিন আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।