ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আগামী বাজেট হবে প্রায় তিন লাখ কোটি টাকা’

‍সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
‘আগামী বাজেট হবে প্রায় তিন লাখ কোটি টাকা’ ছবি : দীপু মালাকার/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: আগামী বাজেট তিন লাখ কোটি টাকার কাছাকাছি হবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভার শুরুতে অর্থমন্ত্রী এ আভাস দেন।



তিনি বলেন, চলতি অর্থবছরে আমাদের হাতে আরও কিছু সময় আছে। সে বিবেচনায় ডিসেম্বরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৭ ভাগ।

তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা আরও ভালো হতো। কিন্তু তিন মাস ধরে বাংলাদেশ ঝামেলার মধ্যে আছে।

প্রাক-বাজেট আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, পরিকল্পনা সচিব শফিকুল আজম, আইএম‌ডি সচিব শহিদউল্লা খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমআইএস/আরএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।