ঢাকা: মাত্র ৪২ ভাগ গ্রামীণ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। তাদের বেশিরভাগই ঘন ঘন লোডশেডিংয়ের শিকার।
রোববার বিশ্বব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরীন মাহবুব বাংলানিউজকে বলেন, গ্রামে মাত্র ৪২ ভাগ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। এই পরিবারগুলো যথাযথভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারে না। লোডশেডিংসহ নানা সমস্যা পড়েন গ্রামীণ গ্রাহকেরা। ’
তিনি আরও বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না পাশাপাশি বিতরণ ব্যবস্থারও উন্নয়ন করতে হবে। তা নাহলে গ্রামীণ গ্রাহকরা আরও সমস্যায় পড়বেন। ’
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘায়িতভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিতরণ ব্যবস্থার উন্নতির কোনো বিকল্প নেই। সিস্টেম লস কমানোসহ গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের উন্নতি করে গ্রামীণ এলাকায় মসৃণ এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করতে হবে। ’
সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বছর ধরে সরকার সিস্টেম লস কমাতে এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের নানা পদক্ষেপে বিদ্যুৎ বিক্রয় গত এক দশকে বছরে প্রায় ১১ দশমিক ৭ ভাগ বৃদ্ধি পায়।
কিন্তু, গ্রামীণ বিতরণ ও ট্রান্সমিশন সিস্টেম উন্নয়ন এবং গ্রিড সম্প্রসারণের গতি তেমনভাবে বৃদ্ধি পায়নি। এমনকি গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সিস্টেমে উচ্চ প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা হয়নি। যে কারণে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েন গ্রামীণ গ্রাহকেরা।
উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাংক ৬০ কোটি ডলারের একটি প্রকল্প অনুমোদন দেয়। প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিলো গ্রামীণ বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমআইএস/আরআই