ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসির নির্দেশে ৪৪২ কোটির উন্নয়ন প্রকল্প স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
ইসির নির্দেশে ৪৪২ কোটির উন্নয়ন প্রকল্প স্থগিত

ঢাকা: ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪২ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প কার্যক্রম স্থগিত করেছে পরিকল্পনা কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পরপরই প্রকল্প দুটি স্থগিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।


 
সোমবার(৬ এপ্রিল’২০১৫)বিকেলে ইসির উপ-সচিব সামসুল আলম উন্নয়ন প্রকল্প স্থগিত রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে চিঠি পাঠায়। এর পরপরই প্রকল্প দুটি স্থগিত করে পরিকল্পনা কমিশন।
 
সামসুল আলমের পাঠানো চিঠিতে বলা হয়, নির্বাচনী বিধি নিষেধ থাকা সত্ত্বেও ঢাকা উত্তর সিটি করপোরেশনভূক্ত ১০টি ওয়ার্ডের উন্নয়নে একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার উঠতে যাচ্ছে। আলোচ্য প্রকল্প সংক্রান্ত সকল কার‌্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে ইসি।
 
২০০ কোটি টাকার ওই প্রকল্পটির নাম ‘কনস্ট্রাকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অব রোডস, ড্রেইনস অ্যান্ড ফুটপাতস অব গুলশান, বনানী অ্যান্ড বারিধারা ডিপ্লোমেটিক এরিয়াস’।
 
এর আগে গত ২৯ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচনী এলাকায় নতুন করে কোনো প্রকাল্পের অনুমোদন, গ্রহণ বা অর্থ ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলো ইসি।
 
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ইসির নির্দেশনাটি পৌঁছার সাথে সাথে একনেক সভার কার‌্যতালিকা থেকে প্রকল্পটি বাদ দেওয়া হয়েছে।
 
সূত্র আরো জানায়, উত্তর সিটির ওই প্রকল্পটি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরও একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। ‘অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ’ নামের ওই প্রকল্পটি ২৪২ কোটি টাকার।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৫
ইইউডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।