ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বৃত্তি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বৃত্তি প্রদান ড. আতিউর রহমান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের ‘আলাউদ্দিন ছাত্র বৃত্তি’ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী ঋণদান সমবায় সমিতি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে ব্যাংক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।



অনুষ্ঠানে গর্ভনর বলেন, শিক্ষার উন্নয়নে প্রতিটি আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানের উচিত মেধা বৃত্তি দিলে দেশ অবশ্যই সুশৃংখল ও শিক্ষিত হয়ে গড়ে উঠবে। কোনো শিক্ষার্থীই যেন উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীর জ্ঞান, তথ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি।

সমিতির চেয়ারম্যান আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মফিজুল ইসলাম, ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে ২০১৪ সালের প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৬শ শিক্ষার্থীকে বৃত্তি ও অভিনন্দন পত্র প্রদান করা হয়।

২০০৮ সাল থেকে আলাউদ্দিন মেধাবৃত্তি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।