ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণ ইন্টেলের সঙ্গে আরআরএফ’র চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
গ্রামীণ ইন্টেলের সঙ্গে আরআরএফ’র চুক্তি সই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেডের সঙ্গে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় যশোরে ১ হাজার ৫০০ কৃষক কৃষিভিত্তিক বিভিন্ন ই-সেবা পাবেন।



বুধবার (০৮ এপ্রিল) সকালে এই চুক্তি সই হয়। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস ও গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পাভেল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

এ চুক্তির মাধ্যমে দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে তথ্য প্রযুক্তি ব্যবহারে কৃষি ভিত্তিক নানা সেবা দেওয়া সম্ভব হবে। যশোরের ৭ উপজেলার কৃষকদের মাঝে এ সেবা দেওয়া হবে। সেবার আওতায় প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কৃষক কৃষি সংশ্লিষ্ট নানা সেবা পাবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।