ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসটিআই’র সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে মার্কিন প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
বিএসটিআই’র সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে মার্কিন প্রতিষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন’র (বিএসটিআই) সক্ষমতা বৃদ্ধি ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। এছাড়াও, প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে।


 
যুক্তরাষ্ট্র সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সম্মতি জানান। বুধবার (০৮ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি’র গবেষণাগার কর্মসূচি বিষয়ক ভারপ্রাপ্ত সহযোগী পরিচালক ড. রিচার্ড ক্যাভানা প্রতিনিধিদলকে সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
 
এ সময় তিনি বলেন, বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠান শুরু থেকেই মান প্রণয়ন, নির্ধারণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এতে আন্তর্জাতিকমানের বিজ্ঞানী, গবেষক ও মান বিশেষজ্ঞরা কর্মরত আছেন। ইতোমধ্যে এনআইএসটি থেকে চারজন বিজ্ঞানী মান গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।

এ প্রতিষ্ঠান বিএসটিআই’র কোয়ালিটি সিস্টেম, ওজন ও পরিমাপ নির্ধারণ এবং ক্যালিব্রেশন ল্যাবরেটরির মানোন্নয়নে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।
 
বৈঠকে শিল্পমন্ত্রী বাংলাদেশে উৎপাদিত পণ্যের গুণগত মানোন্নয়ন ও মান অবকাঠামো আধুনিকায়নে বর্তমান সরকার গৃহীত উদ্যোগ তুলে ধরেন।

মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ উৎপাদিত পণ্যের মানোন্নয়নের পাশাপাশি গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের শুল্ক ও কারিগরি প্রতিবন্ধকতা মোকাবেলায় অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বর্তমানে বাংলাদেশ একটি বিশ্বমানের গুণগতমাননীতি প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশের মান অবকাঠামোর উন্নয়নে এনআইএসটিসহ যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন শিল্পমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫

এএসএস/এটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।