ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেছেন, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ এবং আধুনিক করে গড়ে তুলতে মণিপুরী শিল্পকে এগিয়ে নিতে হবে। এ শিল্পকে এগিয়ে নিলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে মণিপুরী বয়নশিল্প মৌইরাং টেক্সটাইল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবুল কাশেম।
দুদিন ব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে অক্সফাম ও একডো নামে দুটি বেসরকারি প্রতিষ্ঠান।
তিনি বলেন, এক পায়ে যেমন মানুষের এগিয়ে যাওয়া সম্ভব নয় তেমনি নারীদের ছাড়াও বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আর কর্মজীবী মহিলাদের একটি অংশ হচ্ছে মনিপুরী মহিলারা। তাই তাদের উৎপাদিত বয়নশিল্পের সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশে যুগপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।
এ সময় মণিপুরী শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিযেছেন এ কর্মকর্তা।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাঈদ মো. এহসানুল করিম বলেন, ভেজালের জগতে থাকতে থাকতে এখন সারাবিশ্ব ফিরে আসছে খাটি ঐতিহ্যে। আর মণিপুরী বয়নশিল্পের উপাখ্যান তারই নমুনা। সবাই সহযোগিতা করে এ শিল্পকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব আফসানা মিমি বলেন, বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে যেমন জামদানি, মসলিন, সুতি কাপড়ের শাড়ির কর্নার থাকে তেমনি সেগুলোতে মণিপুরী শাড়িরও কর্নার থাকা উচিৎ।
বক্তব্য শেষে এ শিল্পে পণ্য উৎপাদনকারী শ্রেষ্ঠ ৫ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অক্সফামের কান্ট্রি ডিরেকটর স্নেহাল ভি সোনেজি, এডকোর নির্বাহী পরিচালক লক্ষ্মী কান্ত সিংহ, প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈকত বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
জেডএফ/এমজেএফ