ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টাটা ন্যানোর সঙ্গে মোটরসাইকেল ফ্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
টাটা ন্যানোর সঙ্গে মোটরসাইকেল ফ্রি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: টাটা ন্যানো গাড়ির সঙ্গে এক লাখ টাকা দামের ১০০ সিসির ‘হিরো এইচএফ’ মোটরসাইকেল ফ্রি ও নগদ ছাড় দিচ্ছে নিটল মোটরস লিমিটেড।
 
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থেকে শুরু হওয়া দশম ঢাকা নিটল নিলয় মোটর প্রদর্শনীতে টাটা ন্যানোর গাড়ির সঙ্গে এ উপহার ও ছাড় দেওয়া হচ্ছে।


 
প্রদর্শনী চত্বরের গুলনকশা হলরুমে টাটা ন্যানোর স্টলে খোঁজ নিয়ে জানা যায়, বেগুনি ও ঘিয়া রঙের ন্যানো টুইস্ট গাড়ি বুকিং দিয়ে এ উপহার পেতে পারেন ক্রেতারা।
 
ন্যানো টুইস্ট গাড়ির দাম পড়বে আট লাখ ৯৯ হাজার টাকা। এতে নগদে দুই লাখ ২৫ হাজার টাকা দিয়ে বুকিং দিয়েই পাওয়া যাবে মোটরসাইকেল। আর নগদে কিনলে গাড়িটির দাম পড়বে সাত লাখ ৯৯ হাজার টাকা, সঙ্গে তো মোটরসাইকেল রয়েছেই।
 
তবে কিস্তিতে কেনার সুযোগও পাবেন ক্রেতারা। ২৪ মাসের সুদবিহীন ও ৩৬ মাসের সুদসহ কিস্তিতে গাড়ির কেনার সুযোগ রয়েছে।
 
এরই মধ্যে ক্রেতাদের মধ্যে সাড়াও ফেলেছে টাটা ন্যানোর এ মডেলের গাড়িটি।

বাংলানিউজকে এমনটাই জানালেন নিটল মোটরস লিমিটেডের সমন্বয়ক (বিক্রয় ও বিপণন) এস এম শাহীনুর রহমান।
 
তিনি জানান, বাংলাদেশে টাটা ন্যানো টুইস্ট গাড়িটি গত বছরের অক্টোবর মাসে বাজারে এসেছে। এ কয়েক মাসেই শ’খানেক গাড়ি বিক্রি হয়েছে। দেশের বিভিন্ন সড়কেই গাড়িটি দেখা যাচ্ছে। দাম কম হওয়ার কারণে মধ্যবিত্ত শ্রেণির মানুষ পছন্দের তালিকায় রাখছেন টাটা ন্যানোর টুইস্ট।
 
গাড়িটি সম্পর্কে তিনি জানান, গাড়িটি এক লিটার পেট্রোলে ২৩ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। গাড়ির ডেকেরোশনে রয়েছে আধুনিকতার ছাপ। এরমধ্যে অন্যতম হলো এয়ার কন্ডিশন, পাওয়ার স্ট্রিয়ারিং, পাওয়ার উইন্ডো, কি লেস এন্ট্রি, মিউজিক সিস্টেম ও সেন্ট্রাল লক। এছাড়া গাড়িটি ৫০ শতাংশ সাশ্রয়ী।
 
ক্রেতারা মোটরসাইকেল এবং মূল্য ছাড়ের সুবিধাটি কেবল এ প্রদর্শনীতে পাবেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
 
তিনদিনব্যাপী এ প্রদর্শনী শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত চলবে।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
একে/এসএন/এএ

** মিলছে যাবতীয় তথ্য, বুকিং দিলেই ছাড়!
** পর্দা উঠলো দশম অটোমোবাইল প্রদর্শনীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।