প্রদর্শনী প্রাঙ্গণ থেকে: ‘গাড়ি কিনতে গেলে একটি শো রুমে খুব বেশি গাড়ি দেখা ও জানার সুযোগ মেলে না। আবার ব্যবসা করতে গেলেও আপনাকে বিভিন্ন গাড়ি সম্পর্কে জানতে হবে।
এসব সমস্যার সমাধান কেবল এ ধরনের প্রদর্শনী থেকেই পাওয়া সম্ভব। বলতে পারেন এটি গাড়ি সংশ্লিষ্টদের জন্য একটা জানালা হিসেবে কাজ করছে। যেখান থেকে সব দেখা ও জানা যাবে। ’
দশম অটোমোবাইল প্রদর্শনী সম্পর্কে এমনই মন্তব্য করলেন গাড়ি বিক্রেতা ও ব্যবহারকারী আহম্মেদ ফয়জুল আজিম।
গাড়িপ্রেমীদের বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখে, জেনে ও বুঝে নেওয়ার এ প্রদর্শনী চলছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনের প্রদর্শনী উন্মুক্ত হতেই গাড়িপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেছেন দশম নিটল নিলয় ঢাকা মোটর শো ও ঢাকা মোটরবাইক শো-২০১৫’তে। শনিবার ( ১১ এপ্রিল) এ প্রদর্শনীর পর্দা নামবে।
এ অটোমোবাইল প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের বৃহৎ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
প্রদর্শনীতে এক সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখে নিজের পছন্দ মতো গাড়ি কেনার পাশাপাশি অগ্রিম বুকিং দেওয়ার সুযোগ থাকায় দর্শনার্থীরাও বেশ খুশি। রয়েছে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের মূল্যছাড় সুবিধা লুফে নেওয়ারও সুযোগ।
প্রদর্শনী ঘুরে দেখা গেল, অত্যাধুনিক মোটরসাইকেল প্রদর্শনী দেখতে বেশি ভিড় জমাচ্ছেন তরুণরা। আর গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন বড়রা।
প্রদর্শনীতে শুধু গাড়ি ক্রেতা বা দর্শনার্থীদের জন্যই সুযোগ রয়েছে এমন নয়। গাড়ি ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ ও আনুষঙ্গিক উপকরণের প্রদর্শনী। সব মিলিয়ে এই প্রদর্শনী যেন গাড়িপ্রেমীদেরই জয়-জয়কার।
রাজধানীর উত্তরা থেকে গাড়ি দেখতে এসেছেন সাইদুল ইসলাম। তিনি বাংলানিউজকে জানান, কিছু চোখ ধাঁধানো গাড়ির প্রদর্শনী দেখে তিনি সত্যিই অবাক হয়েছেন। তবে তিনি সবচেয়ে খুশি এজন্য যে এখানে সব ধরনের গাড়ির প্রদর্শনী আছে।
সাইদুল ইসলাম বলেন, আমি চাইলে এখান থেকে বেশি দামে বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি কিনতে পারবো। আবার অল্প দামে ভালো গাড়ি কেনার সুযোগও রয়েছে। সবমিলিয়ে এ ধরনের আয়োজনে আমি খুশি।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে প্রায় ১৪টি দেশ তাদের প্রডাক্ট নিয়ে অংশ নেয়। প্রদর্শনীর অন্যতম লক্ষ্য হলো অটোমোবাইল খাত সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য সরাসরি সরবারহের পাশাপাশি আগ্রহীদের ধারণা দেওয়া।
অটোমোবাইল প্রদর্শনীর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে নিটল-নিলয় গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে উত্তরা গ্রুপ। প্রদর্শনীর গোল্ড স্পন্সর টিভিএস।
বৃহস্পতিবার ( ০৯ এপ্রিল) এ প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
আয়োজনে রয়েছে সেমস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড অ্যাক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড এবং সেমস বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
একে/টিআই/
** মিলছে যাবতীয় তথ্য, বুকিং দিলেই ছাড়!
** টাটা ন্যানোর সঙ্গে মোটরসাইকেল ফ্রি
** পর্দা উঠলো দশম অটোমোবাইল প্রদর্শনীর