ঢাকা: টয়োটা ব্র্যান্ডের চারটি মডেলের গাড়ি কিনলেই ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
অটোমোবাইল প্রদর্শনী উপলক্ষে পুরো এপ্রিল মাস জুড়েই এ ছাড় দিচ্ছে টয়োটা গাড়ি সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান নাভানা লিমিটেড।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ‘দশম নিটল-নিলয় ঢাকা মোটর শো ও ঢাকা মোটর বাইক শো-২০১৫’র প্রদর্শনীতে টয়োটা নাভানা স্টলে খোঁজ নিয়ে জানা যায় এসব তথ্য। শনিবারই শেষ হবে এ প্রদর্শনী। তবে পুরো এপ্রিল জুড়েই এ ছাড় পাওয়া যাবে।
বিশ্বে অন্যতম বড় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটা’র গাড়ি ছাড়ে কিনতে পারায় ক্রেতারাও বেশ খুশি বলে জানান নাভানা লিমিটেডের হেড অব সেলস মো. শহুদ মুসতানসির।
তিনি বাংলানিউজকে আরও জানান, প্রদর্শনী উপলক্ষে টয়োটার চারটি নতুন ব্র্যান্ডের গাড়ির ওপর এ ছাড় দেওয়া হচ্ছে। ক্রেতারা ইচ্ছে করলেই প্রদর্শনীতে এসে বুকিং দিতে পারেন। অথবা নাভানার শোরুম থেকে গাড়ি কিনে এ ছাড়ের সুযোগ গ্রহণ করতে পারবেন। তবে ৩০ এপ্রিলের মধ্যেই কিনতে হবে।
নগদ ছাড়ে টয়োটা ব্র্যান্ডের ইয়ারিসের দুটি মডেলের গাড়ি ২৬ লাখ ৫০ হাজার ও ২৮ লাখ ৫০ হাজার টাকা। ভিশনের তিনটি মডেলের গাড়ি ২৯ লাখ ৯০ হাজার, ৩১ লাখ ৯০ হাজার ও ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া অ্যাভান্জার দুটি মডেলের গাড়ি ২৬ লাখ ও ৩০ লাখ ৫০ হাজার টাকায় কিনতে পারছেন ক্রেতারা।
হাইব্রিড কেমরি গাড়ি ৫ লাখ টাকা ছাড়ে পাওয়া যাবে ৭০ লাখ টাকায়। এই গাড়িতে ওয়ারেন্টি রয়েছে ৫ বছর অথবা ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত। আর অন্যান্য গাড়ির ওপর রয়েছে ১ বছর অথবা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি।
মুসতানসির বাংলানিউজকে বলেন, বিশ্বের এক নম্বর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা ব্র্যান্ডের গাড়ির স্পেয়ার পার্টস এদেশে সহজেই পাওয়া যায়। সহজেই মেরামত করার সুযোগও রয়েছে। কেননা গাড়িগুলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি। তেল সাশ্রয়ের পাশাপাশি রিসেল ভ্যালুও রয়েছে। সুতারাং ক্রেতারা খুবই স্বাচ্ছন্দে এসব গাড়ি ব্যবহার করতে পারেন।
** পর্দা উঠলো দশম অটোমোবাইল প্রদর্শনীর
** রাজধানীতে রোমাঞ্চকর মোটরকার রেসিং
** মিলছে যাবতীয় তথ্য, বুকিং দিলেই ছাড়!
** গাড়ি বুকিংয়েই ‘দেড় লাখ টাকা’ ছাড়!
** টাটা ন্যানোর সঙ্গে মোটরসাইকেল ফ্রি
** ‘গাড়িপ্রেমী ও ব্যবসায়ীদের জানালা অটোমোবাইল প্রদর্শনী’
** গাড়িপ্রেমীদের উপস্থিতিতে মুখর অটোমোবাইল প্রদর্শনী
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
একে/আইএ