ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ।
সম্মেলনে গতবছর ও চলতি বছরের প্রথম কোয়ার্টারের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও ব্যাংকের সার্বিক অগ্রগতি প্রসঙ্গে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা খুবই কঠিন। বর্তমানে রাজনৈতিক অবস্থা কিছুটা স্বাভাবিক। তাই অতীতের ক্ষতি পূরণ করতে আরও তৎপর হতে হবে।
এসময় তিনি কর্মকর্তাদের সততার সঙ্গে ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা ও সতর্কতার সঙ্গে বিনিয়োগ করার পরামর্শ দেন।
সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী ১৬টি শাখা প্রধানের হাতে ক্রেস্ট ও ২৮টি শাখা প্রধানের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মো. আব্দুল বারেক, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মো. তৌহিদুর রহমান, মো. সানাউল্লাহ সাহিদ, ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেতাউর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান ও ৯৩টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
পিআর/এটি/এএ