ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভাঙলো গাড়িপ্রেমী ও ব্যবসায়ীদের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ভাঙলো গাড়িপ্রেমী ও ব্যবসায়ীদের মিলনমেলা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেউ এসেছিলেন পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের গাড়ি কিনতে। কেউবা ভবিষ্যতে কিনবেন বলে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি পছন্দ করলেন।

আবার অনেকেই গাড়ি ব্যবসা প্রসারের লক্ষ্যে নানা ব্র্যান্ডের গাড়ি যাচাই বাছাই করে তথ্য নিয়ে বাড়ি ফিরলেন।

সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয় ‘১০ম নিটল নিলয় ঢাকা মোটর শো ও ঢাকা মোটর বাইক শো ২০১৫’
এ অটোমোবাইল প্রদর্শনীর আয়োজনে ছিল সেমস বাংলাদেশ। প্রদর্শনীর টাইটেল স্পন্সরে ছিল নিটল-নিলয় গ্রুপ। এছাড়া কো-স্পন্সর হিসেবে উত্তরা গ্রুপ ও গোল্ড স্পন্সর হিসেবে ছিলো টিভিএস। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের বৃহৎ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

শনিবার রাত সাড়ে ৮টায় শেষ হয় মেলা। এর আগে গত বৃহস্পতিবার সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ প্রর্দশনীর উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  

বিশ্বের সব নামিদামি ব্র্যান্ডের গাড়ি দেখার পাশাপাশি গাড়ি ও মোটর সাইকেল সম্পর্কে জানতে বৃহস্পতিবার থেকে শনিবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে মেলায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।

গাড়ি ক্রয় অথবা বুকিংয়ে নগদ ছাড়, প্রযুক্তি নির্ভর মোটর গাড়ি ও মোটর সাইকেল সম্পর্কে নানা তথ্য, গাড়ি চুরি রোধে প্রযুক্তি, গাড়ি চালাতে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন, মোটর কার রেসিং ও ধুমধারাক্কা মিউজিকসহ নানা আয়োজন দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলো এ অটোমোবাইল প্রদর্শনী।

পাশাপাশি তরুণদের উপস্থিতিতে প্রদর্শনী পায় ভিন্নমাত্রা। তরুণদের পছন্দের প্রথম তালিকায় ছিলো স্পোর্টস কার ও মোটরসাইকেল।

বিভিন্ন স্টল ঘুরে এত গাড়ি এক সঙ্গে দেখতে পেয়ে অনেক খুশি ধানমন্ডি থেকে আসা গাড়িপ্রেমী রেজাউল করিম। তিনি জানান, এতদিন টেলিভিশনের পর্দা, খবরের কাগজ আর পরিচিতদের কাছ থেকেই শুধু গাড়ি সম্পর্কে জেনেছেন। আজ নিজে সবকিছু দেখলেন ও জানলেন। এতে তিনি খুবই খুশি।

অটোমোবাইল প্রদর্শনীতে ভালো বিক্রি হওয়ায় খুশি অংশগ্রহণ করা বিভিন্ন স্টলের ব্যবসায়ীরা। উত্তরা মটরস লিমিটেডের ডেপুটি হেড (সেলস) গোলাম মোস্তফা বলেন, বেশ ভালো সাড়া পাওয়া গেছে দর্শনার্থীদের মাঝ থেকে। অনেকেই গাড়ি কিনেছেন।   এ আয়োজনে তারা খুশি।

** টয়োটা গাড়ির ওপর ১ লাখ টাকা ছাড়
** পর্দা উঠলো দশম অটোমোবাইল প্রদর্শনীর
** রাজধানীতে রোমাঞ্চকর মোটরকার রেসিং
** মিলছে যাবতীয় তথ্য, বুকিং দিলেই ছাড়!
** গাড়ি বুকিংয়েই ‘দেড় লাখ টাকা’ ছাড়!
** টাটা ন্যানোর সঙ্গে মোটরসাইকেল ফ্রি
** ‘গাড়িপ্রেমী ও ব্যবসায়ীদের জানালা অটোমোবাইল প্রদর্শনী’
** গাড়িপ্রেমীদের উপস্থিতিতে মুখর অটোমোবাইল প্রদর্শনী

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।