ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংক- ডেসকো চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
ন্যাশনাল ব্যাংক- ডেসকো চুক্তি সই

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির(ডেসকো) মধ্যে বিদ্যুৎ বিল কালেকশন সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে ডেসকোর গ্রাহকরা এখন থেকে ন্যাশনাল ব্যাংকের ঢাকা শহরের সকল শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।



রোববার(১২ এপ্রিল‘২০১৫) ডেসকোর বোর্ডরুমে এ চুক্তি সই হয়।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান এবং ডেসকোর কোম্পানি সেক্রেটারি ইঞ্জিনিয়ার জুলফিকার তাহমিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিপত্রে সই করেন।

এসময় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোঃ শাহিদ সারওয়ার, পরিচালক (অর্থ) মোঃ রফি উদ্দিন, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আইটি ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী কামাল উদ্দিন আহম্মেদ, বনানী শাখার ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রইস উদ্দিন, কার্ড ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহফুজুর রহমান, মার্কেটিং ডিভিশনের প্রধান ও এসএভিপি মোঃ মাহ্মুদ হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কমকর্তাগণ উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল: ১২, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।