ঢাকা: রাজনৈতিক অস্থিরতা-প্রাক বাজেট ও দেশের অর্থনীতি বিশ্লেষণে ‘বাংলাদেশ এ স্টাবল অ্যান্ড ভাইব্রেন্ট ইকোনোমি’ শীর্ষক একটি বই প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্নর এস.কে.সুর চৌধুরী, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, ম. মাহফুজুর রহমান, চিফ ইকোনোমিষ্ট বিরূপাহ্ম পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের চিফ ইকোনোমিস্ট ইউনিট ও মনিটরি পলিসি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসই/আইএ