ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন ব্যাংকিংয়ের তথ্য প্রতিমাসে দিতে নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
অনলাইন ব্যাংকিংয়ের তথ্য প্রতিমাসে দিতে নির্দেশ

ঢাকা: দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে অনলাইন ব্যাংকিং ও ব্যবসার (ই-ব্যাংকিং ও ই-কর্মাস) তথ্য প্রতিমাসের ১০ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে জমা দিতে।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের উপ-মহাব্যবস্থাপক বীরেন্দ্র দাস স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশন দেওয়া হয়।

চলতি বছরের ০১ এপ্রিল থেকেই যা কার্যকর হবে।

পরিপত্রে বলা হয়, সব ব্যাংকের পাঠানো তথ্য-উপাত্ত নতুন ও গুরুত্বপূর্ণ হওয়ায় অর্থনেতিক গতিধারা পর্যালোচনার জন্য ব্যবহারকারী ও গবেষকদের কাছে এসব তথ্য-উপাত্তের ব্যাপক চাহিদা রয়েছে।

এজন্য কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব তথ্য-উপাত্ত তিনমাসের পরিবর্তে একমাস পর পর পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসই/আরএম/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।