ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী আলহাজ আবদুর রহমানের নির্বাচনী ইশতেহার শনিবার (১৮ এপ্রিল) ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দক্ষিণের মেয়রপ্রার্থী আলহাজ আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার প্রায় তৈরি হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ্ আগামী শনিবার (১৮ এপ্রিল) সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করা হবে।
কী থাকছে আবদুর রহমানের নির্বাচনী ইশতেহারে? এমন প্রশ্নের জবাবে আশরাফ আলী বলেন, এখনই আগাম কিছু বলতে চাচ্ছি না। তবে এইটুকু বলতে পারি-একটি বাসযোগ্য আধুনিক ঢাকা গড়ে তোলার জন্য দুর্নীতিমুক্ত, দুষণমুক্ত এবং যানজটমুক্ত রাজধানী গড়ে তোলার বিকল্প নেই। নির্বাচনী ইশতেহারে এ বিষয়গুলোই উঠে আসবে।
আবদুর রহমান ‘ফ্লাস্ক’ প্রতীক নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, ইসলামী আন্দোলন সমর্থিত ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ ফজলে বারী মাসউদের নির্বাচনী ইশতেহার কবে নাগাদ
ঘোষণা করা হবে জানতে চাইলে আশরাফ বলেন, ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থীর ইশতেহার ঘোষণার পরপরই উত্তরের মেয়র প্রার্থীরও ইশতেহার ঘোষণা করা হবে।
নির্দিষ্ট করে কোনো তারিখ বলা যাচ্ছে না। কারণ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ‘কমলালেবু’ প্রতীক নিয়ে ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এলকে/টিআই/কেএইচ/