ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচনে বেশী পদে জয়ী সজল প্যানেল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচনে বেশী পদে জয়ী সজল প্যানেল

ঢাকা: বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচনে নাজমুল আলম সজলের নেতৃত্বাধীন সম্মিলিত হোসিয়ারি ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

সাধারণ গ্রুপের ১২টি পদের মধ্যে ৯টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬টির মধ্যে চারটিতে বিজয়ী হয়েছে সজল প্যানেল।

এছাড়া শাহজালালের নেতৃত্বাধীন
সম্মিলিত হোসিয়ারি মালিক ঐক্য পরিষদ সাধারণ গ্রুপের ৩টি ও অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ২টি পদে জয়ী হয়েছে।

গত বৃহস্পতিবার(১৬ এপ্রিল’২০১৫) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ওইদিন মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

নির্বাচনে ১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৭০ জন ভোট দেন।

নাজমুল আলম সজল প্যানেল থেকে সাধারণ গ্রুপে বিজয়ীরা হলেন— নাজমুল আলম সজল, আতাউর রহমান, আবদুল হাই, আমির উল্লাহ রতন, আলী আহম্মদ শেখ, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, নিজাম মুন্সি, বৈদ্যনাথ পোদ্দার, বিষ্ণুপদ সাহা, সাব্বির আহম্মেদ সাগর ও সুশান্ত পাল চৌধুরী। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে এ প্যানেলের আতাউর রহমান, আদিল হাওলাদার, নাসির ও নাসির শেখ নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সাবেক সভাপতি শাহজালাল প্যানেল থেকে সাধারণ গ্রুপে বিজয়ীরা হলেন— শাহজালাল, হাজী মো. আতাউর রহমান ও মনির হোসেন। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে এ প্যানেলের শাহীন হোসেন ও সাঈদ আহম্মেদ স্বপন নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।