ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যান্ডউইথ বিক্রি করতে শিগগিরই ভারতের সঙ্গে চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ব্যান্ডউইথ বিক্রি করতে শিগগিরই ভারতের সঙ্গে চুক্তি

ঢাকা: বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের অব্যবহত ব্যান্ডউইথ ভারতের কাছে বিক্রি করা হবে। এ সংক্রান্ত চুক্তি সই করা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।



সোমবার(২০ এপ্রিল’২০১৫) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উথাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
পরে মন্ত্রি পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চুক্তি হলে বাংলাদেশের কক্সবাজার হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আগরতলা হয়ে ভারতে সাবমেরিন কেবল লাইন প্রবেশ করবে। বিক্রির পরিমাণ ১০ গিগাবাইট প্রতি সেকেন্ডে। বছরে আয় হবে ১.২ মিলিয়ন ডলার। যা দিয়ে দেশের সাবমেরিন কেবলে কমর্রত ৪ ভাগের একভাগ জনবলের বেতন দেয়া যাবে।

সঞ্চালন লাইন থেকে বাংলাদেশের জন্য বরাদ্দ আছে ২শ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) । সেখান থেকে বাংলাদেশ ব্যবহার করে মাত্র ৩০ গিগাবাইট। প্রথম অবস্থায় ভারতের সঙ্গে ৩ বছরের জন্য এই চুক্তি করা হচ্ছে। ভারত চাইলে আরও ৩০ গিগাবাইট দেওয়া যাবে।

সি-মি-ইউ ৪ (ক্যাবল লাইনের নাম) এর মাধ্যমে বাংলাদেশে বতর্মানে ২শ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড)  সঞ্চালন করছে। সি-মি-ইউ ৫ এর কাজ শেষ হলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ ১হাজার ৩শ জিবিপিএস ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে যুক্ত হবে বাংলাদেশে।

এজন্য খুব শিগগিরই ভারতের সঙ্গে agreement between sanchar nigam limited (bsnl) & bangladesh submarine cable company  limited (bsccl) for leasing of international bandwith for internet  at akhaura (zero point) শীর্ক চুক্তি সই হওয়ার পরই শুরু হবে ইন্টারনেট সরবরাহ।

বাংলাদেশ সময়:  ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসই/এনএস/

** জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।