ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হালুয়াঘাটের ২ স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
হালুয়াঘাটের ২ স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: প্রায় এক বছর পর আবারও কয়লা আমদানি শুরু হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে।

মঙ্গলবার(২১ এপ্রিল’২০১৫) বিকেল ৪টা থেকে কড়ইতলী এবং গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়।



এ সময় স্থানীয় গোবরাকুড়া কয়লা আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলী আজগর ও কড়ইতলী কোল অ্যান্ড কোক ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুরুজ মিয়া, ভারতীয় স্থানীয় এমএলএ শামুয়েল এম সাংমাসহ ব্যবসায়ী নেতারা ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, মেঘালয় পাহাড়ের খনি থেকে অপরিকল্পিতভাবে কয়লা উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে- এমন অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করে ভারতের পরিবেশবাদী সংগঠন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল(এন.জি.টি)।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৬ মে থেকে বাংলাদেশে কয়লা আমদানি বন্ধ হয়ে যায়। প্রতি বছর হালুয়াঘাটের দুটি বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ২ থেকে ৩হাজার মেট্রিক টন কয়লা আমদানি ও সরবরাহ করা হত। এখান থেকে দেশের পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ইটভাটা ও স্টিল মিলে কয়লা সরবরাহ করা হত।

কড়ইতলী কোল অ্যান্ড কোক ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া জানান, ২০১৩-১৪ অর্থ বছরে এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয় এবং সেখান থেকে সরকারের প্রতিবছর ৬০ কোটি টাকার রাজস্ব আদায় হয়।

গোবরাকুড়া আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর জানান, ২০১৩-১৪ অর্থ বছরে ২ লাখ ৬২ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয় এবং প্রতি বছর প্রায় ৮০ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়। এ বছর দেরিতে কয়লা আমদানি হওয়ায় সরকার রাজস্ব বঞ্চিত ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি জানান, সব সমস্যা কাটিয়ে চলতি বছর মঙ্গলবার থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ী ও কয়লা শ্রমিকরা এ আনন্দে মিষ্টি বিতরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএন/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।