ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদ্মা লাইফের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
পদ্মা লাইফের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদকে জরিমানা

ঢাকা: বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা পালনে ব্যর্থ হওয়ায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যকে এক লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জারিমানা করা হয়েছে।
 
সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক শুনানির মাধ্যমে এ জরিমানা করে বলে বুধবার (২২ এপ্রিল) আইডিআরএ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
জরিমানার পাশাপাশি আগামী ০১ মে’র মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী প্রতিদিনের জন্য কোম্পানিটিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমা আইন, ২০১০ এর ৮০(৪) ধারা ও ‘বিমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২’ পরিপালনে ব্যর্থ হওয়ায় এ জরিমানা করা হয়েছে।
 
আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে শুনানি উপস্থিতি ছিলেন, আইডিআরএ’র সদস্য মো. কুদ্দুস খান, জুবের আহমেদ খাঁন, সুলতান-উল-আবেদীন মোল্লা ও মো. মুরশিদ আলম।
 
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহ, পরিচালক এ টি এম রফিক, আবু তাহের, নূরুল ইসলাম চৌধুরী ও আবদুল মান্নান।
 
আইডিআরএ’র চেয়ারম্যান বলেন, পদ্মা ইসলামী লাইফ’র মুখ্য নির্বাহী কর্মকর্তার পদটি ২০১৪ সালের ১৯ মার্চ থেকে শূন্য রয়েছে। এক বছর হয়ে গেলেও কোম্পানিটিতে এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
 
তিনি বলেন, আইনি বাধ্যবাধকতা উল্লেখ করে ২০১৪ সালের ৫ মে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য পদ্মা ইসলামী লাইফকে চিঠি দেওয়া হয়। এরপরও এ পদে কাউকে নিয়োগ না দেওয়ায় একই বছরের ১৪ ডিসেম্বর এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
 
ব্যাখ্যার জবাবে ১৭ ডিসেম্বর এক চিঠির মাধ্যমে পরবর্তী তিন মাসের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করে কোম্পানিটি।
 
এরপর চলতি বছরের ৫ জানুয়ারি মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ ওয়াসিউদ্দিন’র অনুমোদন চেয়ে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু যোগ্যতা না থাকায় মোহাম্মদ ওয়াসিউদ্দিনের নিয়োগ অনুমোদ দেওয়া হয়নি।
 
এম শেফাক আহমেদ আরও বলেন, তথ্য পর্যালোচনায় দেখা যায়, পদ্মা ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে কার্যকর ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রিতা ও অবহেলা করেছে। যা কোম্পানির শেয়ার ও পলিসি হোল্ডারদের স্বার্থ সুরক্ষার জন্য উদ্বেগজনক বলেই প্রতীয়মান হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এএসএস/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।