ঢাকা: নদী দুষণে আকিজ গ্রুপের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার(২২ এপ্রিল’২০১৫) অধিদপ্তরের পরিচালক(মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় আকিজ ফুডের মালিক/প্রতিনিধিকে তলব করে শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এ টাকা জরিমানা করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অধিদপ্তর জানিয়েছে, আকিজ ফুডের কারখানাটি ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন কৃষ্ণপুরা এলাকায় অবস্থিত। কারখানাটিতে মজো, ফার্ম ফ্রেশ দুধ, ঘি, কোমল পানীয় ক্লেমন, স্পিড, ফ্রুটিকা, লেমু, ও স্পা ব্যান্ডের পানি উৎপাদন করা হয়। পরিবেশ অধিদপ্তর, ঢাকার এনফোর্সমেন্ট টিম গত ১৩ এপ্রিল কারখানাটি পরিদর্শন করে।
পরিদর্শনকালে দেখা যায়, কারখানায় উৎপাদিত অপরিশোধিত তরল বর্জ্য বাইপাসের মাধ্যমে পার্শ্ববর্তী জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করছে। পরে শুনানিতে অংশ নিতে মালিকপক্ষকে ডাকা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এনএস