ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশাল নগরীতে ১০ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
বরিশাল নগরীতে ১০ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরোধী অভিযান চালিয়ে ১০ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর মেডিকেল মোড়, বান্দ রোড, বাংলাবাজার ও আমতলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।



অভিযানে মেসার্স রাজাপুর হোটেলের মালিক নুরুল ইসলাম হাওলাদারকে ২ হাজার টাকা, শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডারের মালিক ভবেশ কুমারকে ২ হাজার টাকা, মেসার্স সোহাগ স্টোরের মালিক মোনসের সরদারকে ২ হাজার টাকা, মেসার্স দিপু স্টোরের মালিক দিপুকে ২ হাজার টাকা, মেসার্স শাহ জালাল স্টোরের মালিক ফয়সালকে ১ হাজার ৫শ’ টাকা, মেসার্স বৈশাখি স্টোরের মালিক রুবেলকে ১ হাজার টাকা, মেসার্স পার্সেস জোনের মালিক সৈয়দ গোলাম মোস্তফাকে ১ হাজার টাকা, মেসার্স হাওলাদার স্টোরের মালিক লিজেনকে ১ হাজার টাকা, মেসার্স সাদ্দাম স্টোরের সাদ্দাম ৫শ’ টাকা, মেসার্স মঈন স্টোরের মঈনকে ৫শ’ টাকা করে মোট দশটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

এসময় আনুমানিক ৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) এ এইচ এম রাসেদ।

তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে জনসচেতনামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে টাস্কফোর্সের আওতায় বরিশাল বিভাগের ৬টি জেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানমের নেতৃত্বে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আব্দুল মালেক মিয়া ও বেগম আনজুমান নেছার।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।