ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে অর্থনৈতিক ক্ষেত্র ৩৮৫১৬টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
দেশে অর্থনৈতিক ক্ষেত্র ৩৮৫১৬টি

ঢাকা: মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ে ছোট টংঘর আকৃতির দোকান দিয়ে বসে আছেন মিজানুর রহমান। চাল, চিনি, সাবান, পেঁয়াজ, তেল, গুঁড়াদুধ থেকে শুরু করে খুচরা প্রয়োজনীয় খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য বিক্রি করেন তিনি।

গড়ে দৈনিক ৩ থেকে ৪ হাজার টাকার পণ্য বিক্রি করে লাভ করেন তিন থেকে চারশ’ টাকা।

মিজানুরের মতো দেশে প্রায় ৩৮ হাজার ৫১৬টি অর্থনৈতিক ইউনিট (ক্ষেত্র) রয়েছে । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)অর্থনৈতিক শুমারির প্রাথমিক ফলাফল গণনা পরবর্তী যাচাই(পিইসি) শেষে এসব তথ্য বের হয়ে এসেছে। বিবিএস এর মাধ্যমে সংগৃহীত তথ্যের গুণগতমান যাচাইয়ের পরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান(বিআইডিএস) পিইসির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে।

বৃহস্পতিবার নগরীর শেরে বাংলা নগর বিআইডিএস এর সম্মেলন কক্ষে অর্থনৈতিক ক্ষেত্রের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, বিবিএস মহাপরিচালক বাইতুল আমীন ভূঁইয়া, বিআইডিএস এর মহাপরিচালক ড. কে. এ. এস. মুরশিদ প্রমূখ।

অর্থনৈতিক চূড়ান্ত প্রতিবেদনে আরও দেখানো হয়, ৩৭ হাজার ১৯৭টি ক্ষেত্র সরাসরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, বাকি ১ হাজার ৩১৯টি ক্ষেত্রে পরোক্ষভাবে জড়িত।

তবে এর অাগে বিবিএস ৩৮ হাজার ৩৯০টি অর্থনৈতিক ক্ষেত্রের তথ্য প্রকাশ করেছিল। গণনা পরবর্তী যাচাই(পিইসি) শেষে ৩৮ হাজার ৫১৬টি চূড়ান্ত অর্থনৈতিক ক্ষেত্রের তথ্য দিয়েছে (বিআইডিএস)।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।