ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনার সবজি ও মাছের বাজারে স্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
খুলনার সবজি ও মাছের বাজারে স্বস্তি ছবি: মানজারুল ইসলাম, স্টাফ ফটো করেসপন্ডেন্ট / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় সবজি ও মাছের দাম কমায় স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম ৫ থেকে ১০ টাকা এবং প্রতি কেজি মাছের দাম ৫০ থেকে ১০০ টাকা কমেছে।



শুক্রবার (২৪ এপ্রিল) নগরীর নতুন বাজারে সরেজমিন ঘুরে এ চিত্র দেখা যায়।

নতুন বাজারের বিক্রেতারা প্রতি কেজি পটল ৩০ টাকা, টমেটো ২৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, লাউ ২০ টাকা, করলা ২৪ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, গাজর ২৫ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, ঢেঁড়স ২৪ টাকা, বরবটি ৩০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ১২ টাকা দরে বিক্রি করছেন।

এছাড়া প্রতি আঁটি লাউ শাক ১০ থেকে ১৫ টাকা, লাল শাক ও সবুজ শাক ১০ থেকে ১২ টাকা, পুঁই শাক ১৫ থেকে ১৮ টাকা এবং ডাটা শাক ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করছেন।

সবজি ব্যবসায়ী ফোরকান আলী বাংলানিউজকে জানান, কয়েকদিন বৃষ্টি হওয়ায় সবজি ক্ষেত পর্যাপ্ত পানি পেয়েছে। এতে সবজির ফলন ভালো হওয়ায় দাম কমেছে।

হরতাল-অবরোধ না থাকায় সব জিনিসের দাম কমতে শুরু করেছে বলেও জানান এ সবজি ব্যবসায়ী।

এছাড়া দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩২ থেকে ৩৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা, দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা, ভারতীয় রসুন ৯০ টাকা, আলু ১৫ থেকে ১৮ টাকা ও আদা ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

খুলনার মুদি দোকানগুলো ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি মসুর ডাল ১১০ টাকা, ভারতীয় মসুর ডাল ৮৫ থেকে ৯০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, বুটের ডাল ৪০ থেকে ৪৫ টাকা, মাসকালাই ৯০ টাকা, ছোলা ৬০ থেকে ৬৫ টাকা, খোলা চিনি ৪০ টাকা, প্যাকেট চিনি ৪৮ থেকে ৫০ টাকা, খোলা আটা ৩০ টাকা, প্যাকেট আটা ৭০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে প্রতি কেজি রুই ২০০ থেকে ২২০ টাকা (গত সপ্তাহে ছিল ২৫০ থেকে ৩০০ টাকা), কাতল ৩০০ টাকা (গত সপ্তাহে ছিল ৪০০ টাকা), তেলাপিয়া ১২০ টাকা, সিলভার কার্প ১৬০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ১৩০ টাকা, বাটা মাছ ১৬০ থেকে ২০০ টাকা, শিং ৮০০ থেকে ১০০০ টাকা, ইলিশ ১২০০ থেকে ১৬০০ টাকা, দেশি কৈ ৬০০ থেকে ৭০০ টাকা, শৌল ৪০০ থেকে ৫০০ টাকা, গলদা চিংড়ি ৬০০ থেকে ১২০০ টাকা, সরপুঁটি ১৫০ থেকে ১৬০ টাকা, বোয়াল ৪৫০ থেকে ৫০০ টাকা এবং দেশি মাগুর ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে সবজি ও মাছের দাম কিছুটা কমলেও খুলনার বাজার গুলোতে বেড়েছে ডিমের দাম। বাজারভেদে দেশি মুরগি ও হাঁসের ডিম হালি প্রতি ৫ থেকে ৬ টাকা বেড়েছে বলে জানান ক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমআরএম/এসইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।