ঢাকা: ভারতের জিনদাল স্টিল ওয়াকর্স লিমিটেডের জন্য ১০টি পণ্যবাহী জাহাজ নির্মাণ করবে দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। এ বিষয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তিও সই হয়েছে।
শনিবার(২৫ এপ্রিল’২০১৫)রাজধানীর একটি হোটেলে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চুক্তি অনুযায়ী জিনদাল স্টিল ওয়াকর্স লিমিটেডকে ১০টি ‘8000 DWT Mini Bulk Carrier’ সরবরাহ করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্বে পর্যায়ক্রমে ছয়টি জাহাজ নির্মাণ করা হবে এবং দেড় বছরের মধ্যে জাহাজগুলো হস্তান্তর করা হবে। পরবর্তীতে আরও ৪টি জাহাজ নির্মাণ ও হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার মি. সনদীপ চক্রবর্তী ও ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান এ রউফ চৌধুরী।
এছাড়া ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্যরা ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাহাজগুলোর নির্মাণ ব্যয় চারশ ৮০ কোটি টাকা (৬১.২৫ মিলিয়ন মার্কিন ডলার)। অর্থের পরিমাণ বিবেচনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত সম্পাদিত যেকোন চুক্তির তুলনায় এটি সবচেয়ে বড়। এ সিরিজের প্রথম দু’টি জাহাজ নির্মাণে আর্থিক সহায়তা দিচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেড।
জাহাজগুলো জয়গড়ে অবস্থিত জিনদাল গ্রুপের স্টিল ফ্যাক্টরি ও পাওয়ার প্ল্যান্টে লৌহ-আকরিক, কয়লা ও উৎপাদিত পণ্য-স্টিল কয়েল পরিবহণ করবে এবং জাহাজগুলো ভারতীয় শিপিং রেজিস্ট্রার ক্লাসের তত্ত্বাবধানে নির্মাণ করা হবে। এছাড়া জাহাজগুলো আরএসভি-৪ (রিভার সি-৪) নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসই/এসএন/এনএস